নেপালে জমায়েত নিষিদ্ধ, বিমানবন্দর আজও বন্ধ

অনলাইন ডেস্ক:-
দুইদিন ধরে চলা অস্থিরতার পর নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে বিশেষ অভিযান।
দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ ও অরাজকতায় জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৭ লাখ ৩০ হাজার নেপালি রুপি। এছাড়া, কাঠমান্ডু থেকে ২৩টি এবং পোখরা থেকে ৮ টি মিলিয়ে মোট ৩১টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৫ টা পর্যন্ত সভা, সমাবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি হবে, যার মেয়াদ নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী কমানো বা বাড়ানো হতে পারে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, সহিংস হামলা এবং যৌন নিপীড়নের চেষ্টা করছে।
এদিকে ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫