|
প্রিন্টের সময়কালঃ ২৫ নভেম্বর ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ

পঞ্চমবারের মতো বেস্টসেলার লেখক সাইফুল ইসলাম


পঞ্চমবারের মতো বেস্টসেলার লেখক সাইফুল ইসলাম


আলম-গীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


 

অনলাইন বইবিপণনে দেশের অগ্রণী প্রতিষ্ঠান রকমারি ডটকম ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে রকমারিতে সর্বাধিক বিক্রিত বইয়ের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। 
 

এবারের আয়োজনে বেস্টসেলার তালিকায় স্থান করে নিয়েছে সাইফুল ইসলামের বই ‘ছোটদের ইংলিশ থেরাপি’। সহজ ভাষা, প্র্যাকটিক্যাল শেখার ধাপ এবং উদ্ভাবনী পদ্ধতির কারণে প্রকাশের পর থেকেই বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।
 

এর আগে টানা চারবার রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড অর্জন করেছেন জনপ্রিয় শিক্ষক, প্রশিক্ষক ও লেখক সাইফুল ইসলাম। পাশাপাশি তিনি Language Instructors' Association of Bangladesh (LIAB)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

বেস্টসেলার তালিকায় টানা পঞ্চমবারের মতো নিজের বইয়ের নাম দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাইফুল ইসলাম বলেন, “এ অর্জন আমার একার নয়—দেশের অসংখ্য শিশু, অভিভাবক, শিক্ষক এবং পাঠকের ভালোবাসার ফল। ছোটদের ইংরেজি শেখা আরও সহজ ও আনন্দময় করতে ‘ইংলিশ থেরাপি’ পদ্ধতিকে আরও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি। পাঠকদের এই আস্থা আমাকে প্রতিদিন নতুন করে অনুপ্রাণিত করে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫