|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০০ অপরাহ্ণ

এত বড় দায়িত্বের আমানত যেন আমরা খেয়ানত না করি: সারজিস


এত বড় দায়িত্বের আমানত যেন আমরা খেয়ানত না করি: সারজিস


জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, "এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই যে, আমাদের ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানত যেন আমরা কখনো খেয়ানত না করি।"
 

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

সারজিস আলম বলেন, "বাংলাদেশকে সুসংগঠিত করতে হলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে এসব প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করতে হবে। খুনি হাসিনার বিচারও আমাদের ঐক্যবদ্ধভাবেই নিশ্চিত করতে হবে। আমরা যেন কোনো অপরাধীর মুক্তির জন্য থানায় না যাই।"
 

তিনি আরও বলেন, "বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলগুলোর অগ্রগতি রোধ করে, তাহলে দেশে পুনরায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যেন একটি নতুন, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারি।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫