মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে সন্দেহভাজন করে মামলা
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গৃহকর্মীকে প্রধান সন্দেহভাজন করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মোহাম্মদপুর থানার অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন, নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে এ মামলা করেছেন। তিনি সন্দেহ করছেন, চার দিন আগে বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেওয়া ‘আয়েশা’ হত্যায় জড়িত। পুলিশ তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
মামলার এজাহারে আজিজুল ইসলাম উল্লেখ করেছেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি কর্মস্থলের জন্য উত্তরায় গিয়েছিলেন। পরে স্ত্রী ও মেয়ার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন, স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম অবস্থায় মৃত এবং মেয়েকে গুরুতর আহত অবস্থায় মেইন গেটের কাছে পড়ে থাকতে। আহত মেয়াকে বাসার পরিছন্নকর্মী মো. আশিকের মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এজাহারে আরও উল্লেখ আছে, ঘটনাস্থল থেকে মেয়ের একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিখোঁজ হয়েছে।
পুলিশ ও মর্গ সূত্র জানায়, লায়লার শরীরে প্রায় ৩০টি, আর তার মেয়ের শরীরে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত গলা ও কাঁধে হামলা চালানো হয়েছে। নিহত নাফিসা নাওয়াল বিনতে আজিজা ১৫ বছর বয়সী এবং মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আজিজুল ইসলাম সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। ৭টা ৫১ মিনিটে বোরকা পরা গৃহকর্মী আয়েশা বাসায় প্রবেশ করে এবং ৯টা ৩৬ মিনিটে বের হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে আজিজুল ইসলাম বাসায় এসে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পুলিশ এই ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে এবং সন্দেহভাজন গৃহকর্মীকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫