|
প্রিন্টের সময়কালঃ ১১ নভেম্বর ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ

ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বাফুফের তীব্র প্রতিবাদ। 


ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে বাফুফের তীব্র প্রতিবাদ। 


ডেস্ক নিউজ:



দেশের স্টেডিয়ামগুলোতে বর্তমানে ফুটবলের আধিপত্য চলছে— এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করেছেন, ফুটবলারদের কারণে সারা দেশে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে, তারা নাকি উইকেট নষ্ট করে ফেলছে। রোববার বাংলাদেশ ক্রিকেটে এক কনফারেন্সে এসব কথা বলেন আসিফ আকবর।


তাঁর এই মন্তব্যকে ‘অবমাননাকর’ ও ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি জানায়, ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলা এবং মাঠের অধিকারের প্রশ্নে ‘মারামারি’ করতে প্রস্তুত থাকার বক্তব্য ক্রীড়া সমাজের ঐক্যের পরিপন্থী ও অত্যন্ত অশোভন।
বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে একটি চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্য কেবল ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। এটি ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মান প্রদর্শন করে এবং ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থী। চিঠিতে আরও উল্লেখ করা হয়,


“ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত কমিটি হাজারো খেলোয়াড় ও কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এ ঘটনায় আমরা বিসিবির কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি। আশা করি, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে আপনি বিষয়টি স্পষ্ট করবেন এবং ক্রীড়ামোদিদের মনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করবেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫