|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৩ ০৫:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি


বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল প্রকল্পে প্রকল্প পরিচালক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।


পদের নাম: প্রকল্প পরিচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিসহ অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। 

কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট ম্যানেজমেন্টে নেতৃত্বের পর্যায়ে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইডেড ডিজাইন সফটওয়্যার ভিজ, রেভিট, আর্কিক্যাড, ভিকো কন্ট্রোল, মাইক্রোসফট প্রজেক্টের কাজে দক্ষ হতে হবে। কারিগরি রিপোর্ট, প্রোগ্রাম ডকুমেন্টস ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: পূর্বাচল, নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ফরোয়ার্ডিং লেটার (প্রত্যাশিত বেতন ও সুযোগ-সুবিধা উল্লেখ থাকতে হবে) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর–২, ঢাকা–১২১৬। ই–মেইল: shcs.job@bcb-cricket.com

আবেদনের শেষ সময়: ২ নভেম্বর ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫