|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৬:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৯ অপরাহ্ণ

ঢাকা মেডিক্যালে পর সোহরাওয়ার্দী মেডিক্যালেও চিকিৎসকদের ওপর হামলা


ঢাকা মেডিক্যালে পর সোহরাওয়ার্দী মেডিক্যালেও চিকিৎসকদের ওপর হামলা


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় কর্মবিরতিতে চিকিৎসকরা। এর মধ্যে রাজধানীর শেরেবাংলানগর এলাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

 

আজ রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী মেডিক্যালের একাধিক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী এক ইন্টার্ন চিকিৎসক জানান, মাল্টি অর্গাম ফেইলিউর একজন রোগী আইসিইউতে ভর্তি ছিল। তার কিডনি ফেইলিউর এবং অ্যাজমার সমস্যা ছিল। সেখানে তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকরা প্রুভ করেছেন।


তবে চিকিৎসকদের নানা চেষ্টার পরেও সে রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পর কয়েকজন ব্যক্তি সেখানে যে চিকিৎসককে সামনে পেয়েছে এবং যাকে সামনে পেয়েছে তার ওপর হামলা করেছে। আমাদের মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটি গোষ্ঠী এ ধরনের হামলা চালাচ্ছে। পরবর্তীতে পুলিশ এবং চিকিৎসকদের উপস্থিতিতে এই বিষয়টি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫