|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০৫:২২ অপরাহ্ণ

গোল-অ্যাসিস্টের চেয়েও হলুদ কার্ড বেশি যে উইঙ্গারের


গোল-অ্যাসিস্টের চেয়েও হলুদ কার্ড বেশি যে উইঙ্গারের


একজন উইঙ্গার, যার প্রধান কাজ হল গোল করা ও অ্যাসিস্ট করা, তার যদি হলুদ কার্ডের সংখ্যা গোল-অ্যাসিস্টের সমন্বয়ের চেয়ে বেশি হয়, তাহলে অবাক না হয়ে পারা যায়?
 উত্তরটা হয়তো না, এই বিস্ময়কর পরিসংখ্যানটি দেখা যাচ্ছে স্প্যানিশ উইঙ্গার ইভান আলেহোর ক্ষেত্রে। লা লিগায় ২১ ম্যাচে শুরুর একাদশে নেমেও তিনি কোনো গোল করতে পারেননি এবং মাত্র ২ টি অ্যাসিস্ট করেছেন। এর বিপরীতে, তিনি ১৭ টি হলুদ কার্ড পেয়েছেন।

এই সংখ্যাটি তাকে ইউরোপের শীর্ষ ৫ লিগের এই মৌসুমে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া খেলোয়াড় করে তুলেছে। দ্বিতীয় স্থানে রয়েছেন ইতালিয়ান সিরি আ’য় খেলা লেয়ান্দ্রো প্যারাদেস।
রোমার আর্জেন্টাইন এই ফুটবলার পেয়েছেন ১৪টি হলুদ কার্ড।
শুধু এই মৌসুম না, পুরো ক্যারিয়ার বিবেচনা করলেও ইভান আলেহোর গোল-অ্যাসিস্টের তুলনায় হলুদ কার্ড বেশি। যুব ও সিনিয়র ক্লাব ক্যারিয়ার মিলিয়ে এখন পর্যন্ত ২৬২ ম্যাচ খেলেছেন তিনি। 
১৪ গোল ও ১৭ অ্যাসিস্টের বিপরীতে হলুদ কার্ডের সংখ্যা ৮৩। আলেহো অবশ্য লাল কার্ড দেখেছেন মাত্র ৩ বার। এক ম্যাচে দুই হলুদ কার্ড পেয়েছেন একবার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫