পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত

অনিশ্চিত হয়ে পড়েছে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহণের বিষয়টি। হাঁটুতে ইনজুরি পাওয়ার কারণে বুধবার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্স জাতীয় দলের হয়ে জার্মানির বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি।
ম্যাচটিতে জার্মানির কাছে ২-১ গোলে হেরে গেছে লেস ব্লুজরা। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কের ওই ম্যাচে চোটের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে এমবাপ্পেকে। খবর স্পোর্টস কিডার।
ম্যাচে হেরে যাওয়ার পর এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেন, ‘টেন্ডন সমস্যার কারণে বিড়ম্বনায় পড়েছেন কিলিয়ান। শুরুতে থাকতে না পারায় ম্যাচে আর তাকে নেওয়া হয়নি।’
এর মধ্যে বিশ্বকাপের পর শেষ পাঁচটি ম্যাচে জয়ের বিপরীতে এই প্রথম পরাজয় দেখল ফ্রান্স। ইউরো বাছাইয়ের ওই পাঁচ ম্যাচের সবকটিতেই সরাসরি জয় পেয়েছে দেশমের শিষ্যরা।
সর্বশেষ গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ফ্রান্স। যার ফলে আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত আসরে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় লেস ব্লুসরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫