|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশী ভেবে কেরালায় ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা


বাংলাদেশী ভেবে কেরালায় ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা


ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশী ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল। গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশী আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি। ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে। ভিডিওতে বারবার তাকে বাংলাদেশী হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের বাড়ি কোথায়। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশী হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যক্তির ওপর এতটাই নির্মমতা চালানো হয় যে হামলার সময় তার বুকের ভেতর থেকে রক্ত মুখ দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আত্তাপাল্লাম গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন মুরলি, প্রসাদ, অনু, বিপীন এবং আনন্দন। তাদের গত ১৮ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। রামনারায়ণের ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে আছে। তার চাচাত ভাই শশীকান্ত বলেছেন, “রামনারায়ণ কাজ করতে কেরেলায় গিয়েছিল। বাংলাদেশী ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি গরীব মানুষ ছিলেন। তার পরিবারকে সাহায্য্ করার কেউ নেই। খুবই ছোট ছোট দুটি বাচ্চা তার। আমি সরকারকে অনুরোধ করব তার পরিবারকে যেন সাহাজ্য করা হয়।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫