উলিপুরে শিক্ষকের ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি- (কুড়িগ্রাম):-
উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে "একটি আবাসিক মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের" প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই অক্টোবর) বিকাল ৫টার দিকে, উলিপুরে মাটিয়াল আদর্শ বাজার এলাকায় "মাটিয়াল লোকাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন" এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহন করেন, সাজেদুল ইসলাম সাগর, মেহেদী হাসান মানিক, আকরামুল ইসলাম সাদ্দামসহ সংগঠনের আরও অনেক সদস্য ও এলাকারবাসী মিলে প্রায় শতাধিক মানুষ মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক যদি এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে সমাজে আর কোনো নিরাপত্তা থাকবে না। এ ধরনের শিক্ষকরা ইসলামের নাম ভাঙিয়ে ধর্ম ও মানবতাকে কলঙ্কিত করছেন বলে জানান তারা।” আরও বলেন, “একজন শিক্ষক শুধু জ্ঞানের নয়, নৈতিকতারও প্রতীক বটে। অথচ আজ তিনি সেই পবিত্র অবস্থানকে কলঙ্কিত করেছেন। এই ঘৃণ্য অপরাধের অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া না হলে, এমন ঘটনা বারবার ঘটবে বলে জানান তারা।” বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “যদি রক্ষকরাই ভক্ষকে পরিণত হয়, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা ধর্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তি ফাঁসি চাই, যেন তার এই শাস্তি দেখে আর ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। এবং ঘটনাটির সুষ্ঠু ভাবে তদন্ত ও দ্রুত বিচার করা না হলে, তারা আরও কঠোর আন্দোলনে নামবেন বলে জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫