ড্রেপ্যাক ডিজিটাল রাইটস সম্মেলন অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
ড্রেপ্যাক ডিজিটাল রাইটস সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা প্রেস নিউজ

 

ডিজিটাল রাইটস, ইন্টারনেট গভর্নেন্স, এবং অনলাইন স্বাধীনতা বিষয়ে ‘ড্রেপ্যাক ডিজিটাল রাইটস কনভেনিং বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।
 

আয়োজক ও সহযোগী সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস (এপিসি) ও এনগেজমিডিয়ার সহযোগিতায় ডিজিটালি রাইট লিমিটেড এই সম্মেলনের আয়োজন করে। এটি ডিজিটাল রাইটস এশিয়া-প্যাসিফিকের (ড্রেপ্যাক) জাতীয় পর্যায়ের তৃতীয় সম্মেলন।
 

প্রধান আলোচ্য বিষয় সম্মেলনে মানবাধিকার কর্মী, নীতিনির্ধারক, মিডিয়াকর্মী, আইন বিশেষজ্ঞ, একাডেমিক, শিল্পী এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন। এছাড়া, আইসিটি নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনলাইন নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।
 

উদ্বোধনী অধিবেশন ‘টুয়ার্ডস এ ফ্রি অ্যান্ড ওপেন ডিজিটাল স্পেস’ শীর্ষক উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আই-সোশ্যাল লিমিটেডের চেয়ারপার্সন ড. অনন্য রায়হান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। এপিসির এশিয়া ডিজিটাল রাইটসের প্রধান পভিত্রা রামানুজাম এই সেশনটি পরিচালনা করেন।
 

ইন্টারনেট গভর্নেন্স ও স্বচ্ছতা ‘অ্যাড্রেসিং ইন্টারনেট গভর্নেন্স থ্রু ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক আলোচনায় উন্মুক্ত ও নিরাপদ ইন্টারনেট নিশ্চয়তায় সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, টেলিনর এশিয়ার জোহান মার্টিন সিল্যান্ড, সাংবাদিক তাসনিম খলিল, এবং শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক। অনলাইনে যুক্ত ছিলেন অ্যাকসেস নাও-এর রমন জিৎ সিং চিমা। এই সেশনটি পরিচালনা করেন ডিজিটালি রাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
 

বাকস্বাধীনতা ও অনলাইন নিরাপত্তা ‘ফ্রি এক্সপ্রেশন অ্যান্ড অনলাইন সেফটি: ইমপ্লিকেশনস অব দ্য সাইবার প্রটেকশন অর্ডিন্যান্স অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেশনে আইন বিশেষজ্ঞ ও অ্যাকটিভিস্টরা ডিজিটাল রাইটস সম্পর্কিত সাম্প্রতিক আইন প্রণয়নের প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচকদের মধ্যে ছিলেন আইসিটি সমন্বয় ও সংস্কার নীতি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভের (জিএনআই) উসামা খিলজি এবং দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম। সেশনটি পরিচালনা করেন এনগেজমিডিয়ার সিনিয়র ম্যানেজার (যোগাযোগ) সারা পাসিয়া।
 

সমাপ্তি অধিবেশন সম্মেলনের শেষ পর্বে ডিজিটালি রাইটের টেক পলিসি ফেলোদের গবেষণা ও কাজ নিয়ে আলোচনা করা হয়। ফেলোরা ডিজিটাল রাইটস রক্ষায় নিজেদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
 

সম্মেলনে বাংলাদেশে ডিজিটাল রাইটসের বিভিন্ন অংশীজনের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা অনলাইন স্বাধীনতার ঝুঁকি মোকাবিলায় উন্মুক্ত ও টেকসই ডিজিটাল পরিবেশ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।