‘কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে’

বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—এ বিষয়ে দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াুর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন আমাদের দলের নাম বা নেতাদের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে ফায়দা তুলতে না পারে কিংবা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।”
তিনি আরও বলেন, “সমগ্র বাংলাদেশে ধানের শীষের কর্মী ও সমর্থকরাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শক্তি। আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা। ঐক্যের কোনো বিকল্প নেই।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫