|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

ঈশ্বরদীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, চারজন রাজশাহীতে রেফার


ঈশ্বরদীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, চারজন রাজশাহীতে রেফার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দাদাপুর পশ্চিমপাড়ার সেলিম মণ্ডল ও আলম মাঝির সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং সম্প্রতি সেলিম মণ্ডলের পক্ষে রায় আসে।
 

রায়ের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে প্রতিপক্ষকে বিষয়টি জানিয়ে জমিতে চাষাবাদ করতে যান সেলিম মণ্ডল। এ সময় প্রতিপক্ষের লোকজন এসে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
 

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল, সজীব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মণ্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মণ্ডলের ছেলে শাহিন মণ্ডলসহ আরও কয়েকজন।
 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মনিরা, স্বর্ণা, রায়হানসহ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শহীদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সেলিম মণ্ডল বাদী হয়ে ২০-২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫