|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ


সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ


সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত করা হয়েছে এবং আরেক নেতাকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি। শনিবার রাত ৯টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

চিঠি অনুযায়ী, কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে।
 

মিজানুর রহমান বাবলুকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
 

অন্যদিকে, অ্যাডভোকেট নাজমুল ইসলামকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনৈতিকভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক বরাবর।
 

এ বিষয়ে মিজানুর রহমান বাবলু বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি দেখেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে, তবে আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ অপরদিকে, অ্যাডভোকেট নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫