|
প্রিন্টের সময়কালঃ ১১ এপ্রিল ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা করেছে যুক্তরাষ্ট্র


কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা করেছে যুক্তরাষ্ট্র


জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে।

 

১৫ই জুলাই সোমবার, বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের উপরও হামলা হয়েছে বলে জানা গেছে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, "আমরা ঢাকাসহ বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছি। এই বিক্ষোভে দুজন নিহত এবং শত শত আহত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫