|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ

নেপালে ভূমিধসে দুই বাস নদীতে, নিখোঁজ ৬৩


নেপালে ভূমিধসে দুই বাস নদীতে, নিখোঁজ ৬৩


নেপালে ভূমিধসে দুই বাস নদীতে, নিখোঁজ ৬৩
ঢাকা প্রেস নিউজ




শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ভোর সাড়ে তিনটে। নেপালের মদন-আশ্রিত মহাসড়ক, ত্রিশূলি নদীর ধারে, ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে।

হতাহতের সংখ্যা: নিখোঁজ: ৬৩ জন (প্রাথমিক তথ্য)। আহত: এখনও অজানা। মৃত: আশঙ্কা করা হচ্ছে সকলেই মৃত।
 

উদ্ধার অভিযান: উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজে বাধা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।
 

দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। টানা বৃষ্টি ও বন্যার কারণে নেপালে ইতোমধ্যে ৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯০ জন। ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার। আবহাওয়া খারাপের কারণে কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথে যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫