|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত শতাধিক, শিশু ও ত্রাণকর্মীসহ


সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত শতাধিক, শিশু ও ত্রাণকর্মীসহ


অনলাইন ডেস্ক:-

 

সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত জমজম ও আবু শোরুক শরণার্থীশিবিরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) টানা দুই দিন হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী।
 

জাতিসংঘে নিযুক্ত সুদানের মানবিক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা-সালামি জানান, আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। তিনি এ হামলাকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে এসব সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
 

জাতিসংঘ জানায়, জমজম ও আবু শোরুক শিবিরে প্রায় সাত লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। এই শিবিরে হামলার সময় রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার ছয় চিকিৎসাকর্মীসহ ৯ জন ত্রাণকর্মী প্রাণ হারান।
 

সুদানের ডক্টরস ইউনিয়ন জানায়, নিহতদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইদরিস এবং সংস্থার আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ। তারা এই হামলাকে ‘অপরাধমূলক ও বর্বর’ আখ্যা দিয়ে এর জন্য আরএসএফকে দায়ী করেছে।
 

সেনাবাহিনীর হাতে রাজধানী খার্তুম পুনর্দখলের পর এল-ফাশের শহরে আরএসএফের হামলা আরও বেড়েছে। এটি দারফুরের একমাত্র প্রাদেশিক রাজধানী, যা এখনো আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে।
 

এর আগে, চলতি মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে RSF-এর বিরুদ্ধে নারী ও কিশোরীদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা ও গণধর্ষণের অভিযোগ তোলে, যা তাদের যুদ্ধকৌশলের অংশ বলে দাবি করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫