|
প্রিন্টের সময়কালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০০ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত


ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ কার্যকর হলো না। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সোমবার (১ সেপ্টেম্বর) সেই আদেশ স্থগিত করেছেন। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।
 

এর আগে একই দিন দুপুরে হাইকোর্ট ডাকসু ও হল সংসদ নির্বাচনের ওপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। পাশাপাশি প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই এবং ভোট আয়োজনের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আদালত। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 

তবে, বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করলে ঘণ্টাখানেকের মধ্যেই স্থগিতাদেশ কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

বিস্তারিত আসছে…


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫