|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ এপ্রিল ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ

৯ এপ্রিল শুরু রাজউকের ৬ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষা


৯ এপ্রিল শুরু রাজউকের ৬ ক্যাটাগরি পদের মৌখিক পরীক্ষা


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য ৬ ক্যাটাগরির (বেতন গ্রেড ১১ থেকে ১৫) ৫৫টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রাজউকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক ও নথিরক্ষণ কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নিরীক্ষক ও ফটোগ্রাফার পদের পরীক্ষা ১১ এপ্রিল, উচ্চমান সহকারীর পরীক্ষা ১৩ এপ্রিল থেকে আগামী ২ মে। সার্ভেয়ার পদের মৌখিক পরীক্ষা ৭ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

রাজধানীর মতিঝিলে রাজউক ভবনের ৩১৫ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্রের প্রিন্ট/ হার্ড কপি (রঙিন), চাকরির আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয়তা সনদের মূল/ সত্যায়িত কপি দেখাতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে জানা যাবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য ৪টি ক্যাটাগরির (বেতন গ্রেড ১৩ থেকে ১৭) ২০টি শূন্য পদে নিয়োগের জন্য সাঁটলিপিকার কাম–কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম–কম্পিউটার অপারেটর, অপারেটর ও লিফটম্যান পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫