|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ০৪:১৯ অপরাহ্ণ

শরীয়তপুর-চাঁদপুর রুটের যান ও ফেরি চলাচল বন্ধ থাকবে ২ দিন


শরীয়তপুর-চাঁদপুর রুটের যান ও ফেরি চলাচল বন্ধ থাকবে ২ দিন


রীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের বালারবাজার বেইলী সেতুর সংস্কার কাজের জন্য আগামী জুন মাসের ২ তারিখ রাত ১২টা থেকে ৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত দুদিন বন্ধ থাকবে যানবাহন ও ফেরি চলাচল। তাই যানবাহন চালক ও যাত্রী সাধারণকে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (সওজ) খান মো. কামরুল আহসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

যানবাহন ও ফেরি বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহীমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর জেলায় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট।

শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন জরাজীর্ণ বালারবাজার বেইলী সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন রয়েছে। সড়কে বিদ্যমান বেইলী সেতুটি ডাইভারশন সড়কের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন সেতুর কাজ সম্পন্ন করা হলেও সেতুর সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। সংযোগ সড়ক নির্মাণকালীন সময় উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বেইলী সেতুটি মেরামত সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।


প্রকল্পের আওতায় নির্মাণাধীন ‘বালারবাজার’ সেতুর ডাইভারসন সড়কের বেইলী সেতু মেরামতের জন্য জুন মাসের ২ তারিখ (শুক্রবার) রাত ১২টা থেকে ৪ তারিখ (রবিবার) সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকবে। বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সকল প্রকার যানবাহন ও যাত্রী সাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। এবং সেই সাথে বলা হয়েছে ওই উক্ত সময়ে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরী চলাচল বন্ধ রাখার জন্য।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, 'ওই বেইলী সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কার কাজ করা সম্ভব নয়।


এবং শরীয়তপুর-চাঁদপুর ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য উক্ত সেতুর অংশ পার হওয়া বিকল্প রাস্তা না থাকায় সেতুর দুপাশে যানবাহনের জটলা তৈরি হতে পারে। এতে জনভোগান্তি হতে পারে। তাই ওই সময়ে ফেরি চলাচল বন্ধ রাখলে সমস্যার কিছুটা লাঘব হতে পারে। আর এই জন্যই আগে থেকে সকলকে জানানো হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরী ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'বালার বাজার বেইলী ব্রিজের মেরামত করার জন্য আগামী ২ জুন রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত মোট ৩০ ঘণ্টা সময় লাগবে।

এ সময় কালীন বিকল্প কোনো রোড না থাকার কারণে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যানবাহনের ভোগান্তি এড়ানোর লক্ষে আমরা গত ৭ দিন আগে থেকেই সকল গাড়ি চালকদের অবহিত করছি এবং ঘাটের টিকেট কাউন্টারের সামনে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫