|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৬:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ

টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাবে বিএনপির আপত্তি


টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাবে বিএনপির আপত্তি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কোনো ব্যক্তি যেন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন—সংবিধান সংস্কার প্রক্রিয়ার এমন একটি প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মতে, টানা দুবার নয়, তবে বিরতি দিয়ে কেউ চাইলে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। এ ধরনের সীমাবদ্ধতা অযৌক্তিক বলে মনে করে দলটি।
 

রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
 

তিনি বলেন, ‘‘এ বিষয়ে কমিশনের সঙ্গে এখনো আলোচনা হয়নি, তবে বিএনপির অবস্থান পরিষ্কার। যদি জনগণ চায়, তবে একজন ব্যক্তি বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন—এ সুযোগ থাকা উচিত।’’
 

সংবিধানে মৌলিক অধিকার সংযোজনের ক্ষেত্রেও দলটি সংযত অবস্থান নিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী মৌলিক অধিকার নির্ধারণ করা উচিত। অধিকতর অধিকার সংযোজন রাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে।’’
 

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এ বিষয়ে ভিন্নমত পোষণ করে এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় ফিরে যাওয়ার পক্ষে।
 

নারী সংরক্ষিত আসনের বিষয়ে বিএনপির অবস্থান ইতিবাচক। তারা আগামী সংসদে নারী আসনের সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবের সঙ্গে একমত, তবে বর্তমান পদ্ধতি বর্তমান সংসদ পর্যন্ত বহাল রাখার পক্ষে।
 

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরুদ্ধেও বিএনপি মত দিয়েছে। কারণ, তাদের মতে এটি বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অতিরিক্তভাবে সীমিত হয়ে পড়বে।
 

বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫