আশুলিয়ায় পোশাকশিল্পে স্বস্তি ফিরেছে: শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন

ঢাকা প্রেস
গাজীপুর প্রতিনিধি:-
আশুলিয়ার পোশাকশিল্পে চলমান অস্থিরতা কাটিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন। শ্রমিকদের ১৮ দফা দাবিকে মেনে নেওয়ার মধ্য দিয়ে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
তবে এখনও কিছু কারখানা বন্ধ রয়েছে। শ্রম আইন-২০০৬-এর ১৩ (১) ধারায় ১৪টি কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন-সংক্রান্ত জটিলতা এবং অন্যান্য কারণে এই কারখানাগুলো বন্ধ রয়েছে।
আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানিয়েছেন, অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হলেও কিছু কারখানা এখনও বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার পর থেকেই শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানিয়েছেন, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। তবে কিছু কারখানায় এখনও শ্রমিকদের সঙ্গে আলোচনা না হওয়ায় উৎপাদন শুরু হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫