|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৭:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৪৭ অপরাহ্ণ

মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা ২০২৪—এর  বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী মডেল টেস্ট 


মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা ২০২৪—এর  বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী মডেল টেস্ট 


মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা ২০২৪—এর  বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী মডেল টেস্ট 

 

. ‘পিতা-মাতার নীরব হৃদয়ভারবলতেসুভাগল্পে মা-বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে?

. মমতা

. ভালোবাসা

. ব্যাকুলতা

. দুশ্চিন্তা

 

. ‘বই পড়াপ্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন?

. মানসিক সুস্থতার জন্য

. শারীরিক সুস্থতার জন্য

. উচ্চশিক্ষা অর্জনের জন্য

. জ্ঞানে বড় হওয়ার জন্য

 

. ‘আম-আঁটির ভেঁপুগল্পে ফুটে উঠেছে

. প্রকৃতির বৈচিত্র্য

. সামাজিক জীবন

. মুক্ত জীবনের প্রতি আসক্তি

. প্রকৃতির সাথে জীবনের মিল

 

উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাও :

তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-

তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই

 

. অনুচ্ছেদের চরণদ্বয়ের ভাবার্থ কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে?

. নিমগাছ

. মানুষ মুহম্মদ (.)

. মমতাদি

. নিয়তি

 

. উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে

i. মহানুভবতা

ii. পরোপকারিতা

iii. ক্ষমতাশীলতা

নিচের কোনটি সঠিক?

. i ii

. i iii

. ii iii

. i, ii iii

 

. নিমপাতা কোন রোগের মহৌষধ?

. চর্মের

. দাঁতের

. পেটের

. যকৃতের

 

. একঝাঁক কী নেমে এসেছিল নীল আকাশ থেকে?

. জিন

. পরী

. নক্ষত্র

. তারা

 

. হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?

. বাকস্বাধীনতার

. মুক্তির

. মনুষ্যত্বের

. শিক্ষার

 

 

. কোনটি আফগানিদের একটা সংস্কার?

. আপ্যায়ন

. বিনয়

. গুরুভক্তি

. অতিথি সেবা

 

১০. মমতাদির ঘরে বিশৃঙ্খলতার অন্ত নেই কেন?

. আলো-বাতাসের দীনতা

. সযত্নে গুছিয়ে না রাখা

. শ্রীহীনতা

. সংকীর্ণতা

 

১১. গোয়েবলস-এর সময়কাল কত?

. ১৮৭০১৯২১

. ১৮৯৭১৯৪৫

. ১৮৫০১৯১০

. ১৮৯১১৯৬৫

 

১২. সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?

. সৃজনশীলতা

. সৌন্দর্য সৃষ্টি

. আনন্দ দান

. নান্দনিকতা

 

 

১৩. ‘বঙ্গবাণীকবিতায় কবিহিন্দুর অক্ষরবলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন?

. বাংলা

. আরবি

. ফারসি

. হিন্দি

 

উদ্দীপকটি পড়ে ১৪ ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

অবসাদে ঘুম নেমে এলে

আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস

কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার

 

১৪. উদ্দীপকেকপোতাক্ষ নদকবিতার কোন দিকটি ফুটে উঠেছে?

. নদীর প্রতি অনুরাগ

. স্মৃতিকাতরতা

. স্বদেশপ্রেম

. নদীর প্রতি মিনতি

 

১৫. ফুটে উঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো-

i. সতত তোমার কথা ভাবি বিরলে

ii. জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে

iii. বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে

নিচের কোনটি সঠিক?

. i ii

. i iii

. ii iii

. i, ii iii

 

১৬. ‘ওহে জীব কর আকিঞ্চন’- বাক্যে আকিঞ্চন শব্দের অর্থ কী?

. উন্নতি

. ক্রন্দন

. আকাঙ্ক্ষা

. আকৃতি

 

১৭. ‘বীর্যবানশব্দটিজীবন-সঙ্গীতকবিতায় ব্যবহৃত হয়েছে

i. পরাক্রম অর্থে

ii. পরাক্রমশালী অর্থে

iii. শক্তিশালী অর্থে

নিচের কোনটি সঠিক?

. i ii

. i iii

. ii iii

. i, ii iii

 

 

১৮. ‘মানুষকবিতায় পথিকের কণ্ঠ ক্ষীণ ছিল কেন?

. তৃষ্ণায়

. ভয়ে

. রোগে

. ক্ষুধায়

 

১৯. ‘পল্লিজননীকবিতায় মায়ের আদরের সম্বোধন হলো

i. বাছারে

ii. যাদু

iii. মুখপোড়া

নিচের কোনটি সঠিক?

. i ii

. i iii

. ii iii

. i, ii iii

 

২০. কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

. ১৩৩৩ বঙ্গাব্দ

. ১৩৩৪ বঙ্গাব্দ

. ১৩৩৫ বঙ্গাব্দ

. ১৩৩৬ বঙ্গাব্দ

 

২১. তেজি তরুণ কে?

. কেষ্টদাস

. থুথুড়ে বুড়ো

. দামামা বাজানো যুবক

. বনে-জঙ্গলে ঘুরে বেড়ানো যুবক

 

২২. তিতুমীর কত সালে শহিদ হন?

. ১৭৮১

. ১৭৮২

. ১৮৩১

. ১৮৪০

 

২৩. প্রকৃতপক্ষে বাংলার স্বাধীনতাসূর্য কত সালে অস্তমিত হয়?

. ১৯৪৭

. ১৭৪৭

. ১৮৫৭

. ১৭৫৭

 

২৪. ‘কখন আসবে কবি’— এখানে কাকে কবি বলা হয়েছে?

. নির্মলেন্দু গুণকে

. বিষ্ণু দেকে

. শেখ মুজিবুর রহমানকে

. রবীন্দ্রনাথ ঠাকুরকে

 

২৫. সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

. ১৯২১

. ১৯২২

. ১৯২৩

. ১৯২৪

 

২৬. কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?

. বিনুর

. শিলুর

. তালেবের

. বুধার

 

২৭. “তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?” বক্তব্যে প্রকাশ পেয়েছে

i. দেশাত্মবোধ

ii. সাহস

iii. প্রতিশোধস্পৃহা

নিচের কোনটি সঠিক?

. i ii

. ii iii

. i iii

. i, ii iii

 

উদ্দীপকটি পড়ে ২৮ ২৯ নং প্রশ্নের উত্তর দাও :

পিতৃ-মাতৃহীন মিতুকে তার চাচি গ্রামের প্রভাবশালী ব্যক্তি বুড়ো মকবুল মিয়ার সাথে বিয়ে দিতে চায় মিতু পালিয়ে গিয়ে পাশের গ্রামের সমাজহিতৈষী ব্যক্তি সগীর সাহেবের বাড়িতে আশ্রয় নেয় এতে উভয় পক্ষের হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে অবশেষে মকবুল মিয়া বাস্তব অবস্থা অনুধাবন করে সবকিছু মেনে নেয়

২৮. উদ্দীপকের মিতুবহিপীরনাটকের তাহেরার সাথে কোন বৈশিষ্ট্যে সাদৃশ্যপূর্ণ?

. মা-বাবা হারা হওয়া

. চাচির ঘরে আশ্রয় গ্রহণ

. বাল্যবিবাহের শিকার

. পালিয়ে যাওয়া

 

২৯. উদ্দীপকের সগীর সাহেবের ভূমিকা হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যের অনুরূপ কারণ, উভয়ের মধ্যে রয়েছে-

i. দূরদর্শিতা

ii. মানবিকতা

iii. সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?

. i ii

. i iii

. ii iii

. i, ii iii

 

৩০. “মনে হয় তুই আমার মুরব্বি”- উক্তিটি কার?

. বুধার মায়ের

. নোলক বুয়ার

. বুধার চাচির

. হরি কাকুর

বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী মডেল টেস্ট প্রশ্নের উত্তর—

১।ঘ, ২।ক, ৩।ঘ, ৪।খ, ৫।ক, ৬।ক, ৭।গ, ৮।খ, ৯।গ, ১০।গ, ১১।খ, ১২।ক, ১৩।ক, ১৪।ক, ১৫।ঘ, ১৬।গ, ১৭।ঘ, ১৮।ঘ, ১৯।ঘ, ২০।ক, ২১।ঘ, ২২।গ, ২৩।ঘ, ২৪।গ, ২৫।খ, ২৬।ঘ, ২৭।ঘ, ২৮।ঘ, ২৯।গ, ৩০।গ


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫