পটুয়াখালীতে ধরা পড়া ১০ কেজি ৫০০ গ্রামের বিশাল পাঙাশ, বিক্রি হলো ৭৬০০ টাকায়

ঢাকা প্রেস,কুয়াকাটা প্রতিনিধি:-
পটুয়াখালীর পায়রা বন্দর-সংলগ্ন রাবনাবাদ নদীতে ইলিয়াস গাজী নামে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল পাঙাশ মাছ।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ইলিয়াস গাজী মাছটি বিক্রির জন্য কুয়াকাটার পৌর বাজারে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
নিলামের মাধ্যমে পাঙাশটি রাসেল ফিস আড়তে ৭৩০ টাকা কেজি দরে ৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন হাসান আলী হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ী। তিনি এখন মাছটির কেজি প্রতি দাম ৮৫০ টাকা চাচ্ছেন।
ইলিয়াস গাজী বলেন, “গতকাল বিকেলে রাবনাবাদ নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরই এই বড় পাঙাশটি ধরা পড়ে। সেই সঙ্গে আরও দুটি ছোট পাঙাশ (ওজন প্রায় দুই কেজি করে) এবং কয়েকটি অন্যান্য মাছও পাই। এত বড় পাঙাশ এর আগে আমার জালে ধরা পড়েনি। আজ সকালে কুয়াকাটার পৌর মাছ বাজারে এনে হাসান ভাইয়ের কাছে মাছটি বিক্রি করেছি। ভালো দামে বিক্রি করতে পেরে খুব আনন্দিত।”
হাসান আলী হাওলাদার বলেন, “এত বড় পাঙাশ সচরাচর বাজারে পাওয়া যায় না। তাই ৭৩০ টাকা কেজি দরে কিনেছি। এখন ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করার চেষ্টা করছি। যদি বিক্রি না হয়, তাহলে মাছটি ঢাকায় পাঠিয়ে দেব। আমাদের ঢাকায় মাছের আড়ত রয়েছে, যেখানে অনলাইনে মাছ বিক্রি করি।”
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মাছের প্রজনন মৌসুমে সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এই অবরোধের ফলে জেলেরা এখন বড় বড় মাছ পাচ্ছেন। আশা করছি, জেলেদের জালে এমন আরও বড় মাছ ধরা পড়বে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫