|
প্রিন্টের সময়কালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

জাবিতে শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার


জাবিতে শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

 

গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুরের দক্ষিণ সালনার আরালিয়া গ্রামে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হত্যাকাণ্ডের পরপর ওই শিক্ষার্থী তার ফুফুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫