|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৭:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ০৫:০৬ অপরাহ্ণ

ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার


ফতুল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):


 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অত্যাধুনিক বিদেশী পিস্তল ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাকে আমেরিকার তৈরি ওই পিস্তলটি সহ গ্রেফতার করে পুলিশ।
 

ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্বপাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।
 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তলসহ ফাইয়াজ হাসান নিলয় নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
 

অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫