|
প্রিন্টের সময়কালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫২ অপরাহ্ণ

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড


কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড


অনলাইন ডেস্ক:-

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকাল নাগাদ বিমানবন্দরের একটি অংশে নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
 

অগ্নিকাণ্ডটি বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছাকাছি ঘটে, যেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। তাদের কাজ চলাকালীন ঝালাইয়ের ফুলকিতে আগুন লেগে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

একটি সূত্র থেকে জানা গেছে, ঝালাইয়ের কাজ চলাকালে বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়, যা দ্রুত বিমানবন্দরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীকে তৎক্ষণাৎ টেলিফোনে খবর দেওয়া হলে বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হয়। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে যে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল, তবে এতে বিমানবন্দরের উড্ডয়ন এবং অবতরণে কোনো ব্যাঘাত ঘটেনি।
 

এদিকে, বুধবার থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস), যেখানে বিশ্বের ৪০টি দেশের ২০০ প্রতিনিধি ও ৫ হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে অনেক অতিথি কলকাতায় পৌঁছেছেন, তবে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫