|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ণ

পটিয়াপাইরোল ইউপিতে লায়ন্স হিউম্যানিটি ঢাকা ক্লাবের চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ.....


পটিয়াপাইরোল ইউপিতে লায়ন্স হিউম্যানিটি ঢাকা ক্লাবের চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ.....


পটিয়া প্রতিনিধি:-

 

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব ঢাকা হিউম্যানিটি স্টারের পারমেন্ট প্রজেক্ট,পাইরোল লায়ন নাসির উদ্দিন চৌধুরী আই এন্ড ডায়বেটিস হাসপাতাল এলাকায় গত ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল থেকে সারাদিন ব্যাপি এলাকার শিশু কিশোর,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন,চাইল্ড হুড ক্যান্সার এওয়ার্ডসনেস,বিশেষজ্ঞ চিকিৎসক  দ্বারা চক্ষুসেবা ,হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও রোগীদের চিকিৎসা সেবা,শিশুদের চিকিৎসা এবং ডাযবেটিস পরীক্ষার মাধ্যমে সেবা প্রদান সহ কযেকটি মাদ্রাসার এতিম ছাত্র ছাত্রীদেরকে খাবার পরিবেশন করা হয় ।


দিন ব্যাপী মানবিক সেবা কার্যক্রমে সৈয়দ মাইনুল ইসলাম মইনের  সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স  জেলা ৩১৫/এ-১ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোঃসেলিম মিয়া (এমজেএফ),কেবিনেটসেক্রেটারি এডভোকেট কামরুল হাসান খায়ের, ফাস্ট লেডি ও আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস শারমিন সেলিম তুলি,মোহাম্মদ লোকমান হাকিম মানিক (এমজেএফ )সভাপতি পিএসটি সহ ক্লাবের নতুন পুরাতন সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্য তিনি ক্লাবের সর্বাঙ্গীক মঙ্গল কামনা করেন। হসপিটালটি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাভুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস্ত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫