|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৪ ০৭:২০ অপরাহ্ণ

অস্ত্র ঠেকিয়ে পটিয়ায় ২১ গরু লুট, আহত ৩


অস্ত্র ঠেকিয়ে পটিয়ায় ২১ গরু লুট, আহত ৩


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের পটিয়ায় নৈশ্যপ্রহরীদের মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ২১টি গরু লুটের ঘটনা ঘটেছে।
 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের মরিয়ম এগ্রো ফার্মে এ ডাকাতির ঘটনা ঘটে।
 

ডাকাতদল খামারে ঢুকে নৈশ্যপ্রহরী আলাউদ্দিন (৪৫), সালাউদ্দিন (৩৫) ও মো. রহিমকে (২০) অস্ত্রের মুখে বেঁধে মারধর করে এবং খামারের বৈদ্যুতিক লাইট বন্ধ করে ফিল্মি কায়দায় ২১টি গরু নিয়ে যায়।
 

খামারের মালিক মোহাম্মদ তৌহিদ জানান, তার খামারে ৩২টি গরু ছিল। সোমবার রাত ১টা পর্যন্ত তিনি খামারে ছিলেন। এরপর নৈশ্যপ্রহরীরা দায়িত্বে ছিলেন। ভোরে ডাকাতরা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ২১টি গরু নিয়ে যায়। লুটের সময় আরও ৩টি গরু নিতে চাইলেও গাড়িতে উঠানোর সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় তা নিতে পারেনি।
 

সকালে স্থানীয়রা নৈশ্যপ্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন।
 

পটিয়া থানার ডিউটি অফিসার সুজন বলেন, “ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে।”
 

উল্লেখ্য, এক সপ্তাহ আগেও উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ এলাকার একটি খামার থেকে ১৯টি গরু লুটের ঘটনা ঘটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫