|
প্রিন্টের সময়কালঃ ২৬ আগu ২০২৫ ০২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ

সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা


সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা


জিহাদ হোসেন (বিশেষ প্রতিনিধি):-

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, "সংস্কার সংস্কার বুলি দিয়ে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না।" তিনি অভিযোগ করেন, "বিগত ফ্যাসিস্ট সরকার যেমন উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করেছে, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের অজুহাতে একই পথে হাঁটছে।"  

 

 


শনিবার (১০ই মে) নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ইসলামবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের বিতর্কিত প্রস্তাবনা বাতিল, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।  


ওসামা বলেন, "এই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এটিকে রাজনৈতিক দল হিসেবে মেনে নিচ্ছে, অথচ এটি একটি সন্ত্রাসী সংগঠন।"  

 

 


সমাবেশে প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন বলেন, "সারাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন জোরদার হচ্ছে। আমরা এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং অন্যান্য দলকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"  


সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুফতী শেখ শাব্বীর আহমাদের  হাফেজ কবির হোসাইন, মাওলানা মিজানুর রহমান,  অধ্যাপক মুহাম্মদ শাহআলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডাঃ শামীম ভূঁইয়া, কামরুল হাসান পায়েল, নুর মোহাম্মদ খান, মুফতী আব্দুল গণি, মাওলানা আব্দুল ওয়াদুদ, খন্দকার হাফেজ আওলাদ, মুফতী আবুল কাশেম, মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা নোমান আহমদ, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী নুর হুসাইন নূরানী, প্রভাষক মাইদুল ইসলাম, ডাঃ মোতাহার হুসাইন,  রিফাত আহমদ সাজিদ, মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫