জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
চট্টগ্রাম সীতাকুণ্ডের মগপুকুর এলাকাস্হ জি পি এইচ ইস্পাত কারকানায় লিফ্টের তার ছিঁড়ে কর্মরত অবস্হায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানায়, আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে হঠাৎ কারখানার রড তৈরীর লোহজাত মালামাল টানার একটি লিফ্টের তার ছিঁড়ে যায়,এসময় নিচে কর্মরত অবস্হায় দুই শ্রমিক মোস্তফা, রিফাতের উপর পড়লে তারা গুরুতর আহত হলে কারখানার এ্যাম্বুলেন্স দিয়ে তাদের কে চমেক হাসপাতালে পাঠানো হলে কয়েক মিনিটের পরই কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ টায় আহত দুজন কেই মৃত ঘোষনা করে।
নিহতরা হলেন বাশঁবাড়ীয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোঃ মোস্তফা( ২৪) ও মীরসরাই উপজেলার করুয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে মোঃ রিফাত আলম(২৫)।
সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর আমাদের সময় কে জানায়, জিপিএইচ কারখানায় দূর্ঘটনায় দুইজন আহতের খবর পেয়েছি তাদের কে চট্টগ্রাম মেডিকেলে পাঠাসো হলে সেখানে তাদের মৃত্যু হযেছে জানতে পেরেছি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে জিপিএইচ কারখানার কর্তৃপক্ষ,ও জনসংযোগ কর্মকর্তা মোঃ অভির মোবাইলে কল করে উনাকে পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫