|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৪:০৯ অপরাহ্ণ

পিএসজিকে জেতালেন জোড়া গোল করে এমবাপ্পে


পিএসজিকে জেতালেন জোড়া গোল করে এমবাপ্পে


লিগ ওয়ানের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে লেন্সের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার নৈপুণ্যে লেন্সকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। 

ম্যাচের ৪৪তম মিনিটে মার্কো আসেনসিও গোল করে পিএসজিকে এগিয়ে দেন। ফরাসি জায়ান্টদের হয়ে আসেনসিওর এটাই প্রথম গোল। 

৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের সঙ্গে বল আদান-প্রদান করে প্রথম শটেই তিনি লেন্স গোলরক্ষক সাম্বাকে পরাস্ত করেন। এরপর এমবাপ্পের আরো একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন সাম্বা।


বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর প্রথমবারের মতো মূল দলে খেলতে নামা ওসমানে ডেম্বেলে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।

৯০তম মিনিটে পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গা থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে পিএসজির ব্যবধান ৩-০ করেন। তবে শেষ মুহূর্তে মরগান গুইলাভোগুইয়ের শেষ শটটি মিলান স্ক্রিনিয়ারের সঙ্গে ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে সান্ত্বনার এক গোল পায় লেন্স। 

এবারের লিগে প্রথম দুই ম্যাচে জয়হীন ছিল পিএসজি। তাই ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল প্যারিসের জায়ান্টরা। এই জয়ে শীর্ষে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পিএসজি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫