|
প্রিন্টের সময়কালঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২২ অপরাহ্ণ

সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি: বিজিবি


সীমান্তে মাদক পাচারে জড়িত আরাকান আর্মি: বিজিবি


কক্সবাজার প্রতিনিধি:-
 

 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারে সরাসরি জড়িত রয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। সংগঠনটি রোহিঙ্গা ও স্থানীয় সিন্ডিকেটগুলোকেও পাচারে সহায়তা করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার রিজিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য তুলে ধরেন।
 

তিনি জানান, অধিকাংশ মাদক নাফনদী ও সমুদ্র উপকূলীয় দুটি পথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তপথে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাচ্ছে মিয়ানমারে, অন্যদিকে আসছে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক ও অবৈধ অস্ত্র।
 

বিজিবি জানায়, নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে ৮৮ কোটি টাকার বেশি মাদক জব্দ করা হয়েছে। এসময় ১৮৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ টাকার দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং আটক হয়েছে ৫ জন।
 

ব্রিফিংয়ে কর্নেল মহিউদ্দিন আরও জানান, এ পর্যন্ত আরাকান আর্মি ২২৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে। বিজিবির প্রচেষ্টায় তাদের মধ্যে ১০৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে জান্তা সরকার উৎখাতের পর আরাকান আর্মি বিভিন্ন স্থানে স্থল মাইন পুঁতে রাখে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ২৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 

তিনি বলেন, আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার সুযোগ নেই। নন-অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই জেলেদের ফেরত আনা হচ্ছে।
 

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি আরও বলেন, বিজিবির অভিযান অব্যাহত থাকবে, তবে মাদকের স্থায়ী নির্মূলে সামাজিক প্রতিরোধই সবচেয়ে কার্যকর সমাধান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫