গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ, ১৬ জুলাই (ঢাকা প্রেস):-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য।
বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর ২টার পর গোপালগঞ্জ শহরের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ শুরু হয়। তবে তার আগেই, বেলা দেড়টার দিকে সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষ হওয়ার পরপরই একদল লোক এনসিপির নেতা-কর্মীদের ঘিরে ফেলে এবং চারদিক থেকে পুলিশ ও দলীয় যানবাহন আটকে দেয়।
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা বিকল্প পথ ধরে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫