|
প্রিন্টের সময়কালঃ ১০ জুলাই ২০২৫ ০১:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ

ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর


ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর


ঢাকা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কবার্তা।

 

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
 

এছাড়াও, অতিবৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও বুলেটিনে সতর্ক করা হয়েছে।
 

এর আগে সকাল ৯টার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশটি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওই লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘুরে আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ুর আরেকটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে বেশ প্রবল রয়েছে।

সূত্র: বাসস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫