লক্ষ্মীপুরে শোকাবহ ঘটনা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের সমসেরাবাদে শোকের ছায়া: শনিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়ির পুকুরে ডুবে আরিবা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাত্র কয়েক বছর বয়সী এই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আছরের নামাজের জন্য জান্নাতের মা বিউটি ও চাচি স্বর্ণা আক্তার পুকুরে অজু করতে যাওয়ার সময় ভয়াবহ দৃশ্য দেখতে পান। তারা পুকুরে নিজেদের শিশুকে ভাসতে দেখে। ধারণা করা হচ্ছে, জান্নাত সবার অগোচরে পুকুরে পড়ে গিয়েছে। শিশুটির চাচা আরিফ হোসেন এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাতাব্বর বাড়ির আবুল কাশেমের ছোট মেয়ে ছিল জান্নাত। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে শোকের মাত্রা অপরিসীম। এশার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
একটি ছোট্ট প্রাণের বিদায়: এই ঘটনাটি সবার মনে দুঃখ ও চিন্তা জাগিয়েছে। এতো ছোট্ট বয়সে জান্নাতের বিদায় সত্যিই মর্মান্তিক। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫