শেখ হাসিনা ভারতে থাকবেন কি না—সিদ্ধান্ত তারই: জয়শঙ্কর
অনলাইন ডেস্ক
ভারতে অবস্থান করবেন কি না, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত—এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন, সেই বাস্তবতা তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। শেষ পর্যন্ত থাকার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’
শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় জয়শঙ্কর এ মন্তব্য করেন।—খবর এনডিটিভির।
শেখ হাসিনা ইচ্ছা করলে কতদিন ভারতে থাকতে পারবেন—এমন প্রশ্নে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আলাদা বিষয়। তিনি যে প্রেক্ষাপটে এখানে এসেছেন, সেটিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে। তবে আবারও বলছি, শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁরই।’
আলোচনার একপর্যায়ে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা ভারতের প্রত্যাশা।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শুনেছি আগের নির্বাচনে সমস্যা ছিল বলে অভিযোগ রয়েছে। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।’
ভারত প্রতিবেশী দেশের গণতান্ত্রিক উত্তরণের পক্ষে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘ভারত সবসময় চায় প্রতিবেশী রাষ্ট্রে জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক।’
দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে যেই সরকারই আসুক, তারা ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেবে। পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও আশা করি।’
গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সহিংসতায় বহু প্রাণহানি ও আহতের ঘটনার পর তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত মাসে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫