|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার


এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি:

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তাঁর কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

গ্রেপ্তার যুবকের নাম ইসরাত রায়হান অমি (২০)। শনিবার (তারিখ) রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় পূর্বে তিনটি মামলা রয়েছে।
 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি এক এনসিপি কর্মীর ফেসবুক মেসেঞ্জারে উসকানিমূলক ও হুমকিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উল্লেখ করেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকিও দেওয়া হয়।
 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫