|
প্রিন্টের সময়কালঃ ২২ জুলাই ২০২৫ ০৬:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ণ

উত্তরায় বিমান বিধ্বস্ত: মহান রবের রহমত কামনায় ড. মিজানুর রহমান আজহারি


উত্তরায় বিমান বিধ্বস্ত: মহান রবের রহমত কামনায় ড. মিজানুর রহমান আজহারি


রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ ও আহতদের জন্য মহান আল্লাহর রহমত কামনা করেছেন দেশের প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।
 

সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন,
“হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।”

 

এর আগে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির অবস্থান করছিলেন।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনায় পতিত হয়।
 

দুর্ঘটনার তাৎক্ষণিক পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
 

জাতীয় শোক ও উদ্বেগের এই মুহূর্তে ড. আজহারির এই মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫