|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ আগu ২০২৫ ০৪:৫৯ পূর্বাহ্ণ

শুভেচ্ছা বার্তা: ঢাকা প্রেস-এর ৭ বছরে পদার্পণ


শুভেচ্ছা বার্তা: ঢাকা প্রেস-এর ৭ বছরে পদার্পণ


মো: আমিনুল ইসলাম:-


শুভেচ্ছা বার্তা......

ঢাকা প্রেস সফলভাবে ছয় বছর অতিক্রম করে এখন সপ্তম বছরে পা দিয়েছে। এই দীর্ঘ পথচলার পেছনে যার নিরলস পরিশ্রম, অকুণ্ঠ ভালোবাসা ও দক্ষ নেতৃত্ব সবচেয়ে বেশি অবদান রেখেছে—তিনি হলেন আমানউল্লাহ সরকার।

 

আমানউল্লাহ সরকার (প্রকাশক-ঢাকা প্রেস/অনলাইন নিউজ পোর্টাল)

 

তিনি শুধু ঢাকা প্রেস-এর প্রকাশকই নন, বরং একজন খ্যাতিমান আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য এবং আইন বিষয়ক লেখক হিসেবেও সুপরিচিত।

 

শুরু থেকেই তিনি পরিবারের সদস্যদের মতো সংবাদকর্মীদের পাশে থেকে, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনে বেঁধে ঢাকা প্রেস-কে এগিয়ে নিয়েছেন। তাঁর ধারাবাহিক নেতৃত্ব এবং দিন-রাতের শ্রম ও মেধার ফসল হিসেবেই ঢাকা প্রেস আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অনলাইন সংবাদ মাধ্যমের মানচিত্রেও জায়গা করে নিয়েছে।

 

এই আনন্দঘন মুহূর্তে, ঢাকা প্রেস পরিবারের সকল কলাকুশলী ও সংবাদকর্মীর পক্ষ থেকে আমরা প্রকাশক জনাব আমানউল্লাহ সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর এবং তাঁর পরিবারের সকল সদস্যের জন্য সুস্থ, সুন্দর জীবন ও দীর্ঘ নেক হায়াত কামনা করছি।

আমিন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫