|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৩ ০৩:৪২ অপরাহ্ণ

আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল


আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল


সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

এ দিন সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের চার জেলা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। দলীয় সভানেত্রীর নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দিতে মিছিলে মিছিলে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। নগরের বিভিন্ন সড়কে ছোট-বড় মিছিল নিয়ে নৌকার স্লোগান দিয়ে জড়ো হচ্ছেন তারা।

জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা
জনসভা পরিচালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভিড় করেছেন। লিফলেট বিতরণ করছেন। কেউ কেউ পুরো শরীরজুড়ে নৌকা প্রতীক এঁকেছেন, কেউবা ছোট ছোট রঙিন নৌকা বানিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শেখ হাসিনার পক্ষে 'উন্নয়নের মার্কা নৌকা' বলে স্লোগান দিচ্ছেন।

সিলেট অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৪


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫