|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৯ অপরাহ্ণ

খুলনার আরও তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


খুলনার আরও তিন আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


খুলনা ব্যুরো:-

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার নগরীর আল ফারুক সোসাইটিতে আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে, দলটি খুলনার আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছিল।
 

নতুন ঘোষণা করা প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমীর শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, এবং খুলনা-৩ আসনে মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের নাম রয়েছে। এর আগে, খুলনা-৪ আসনে জেলা নায়েবে আমীর কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল। ফলে জামায়াত খুলনার ৬টি আসনের সবগুলোতেই প্রার্থী ঘোষণা করেছে।
 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, জেলা আমীর এমরান হুসাইন, নায়েবে আমীর কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এবং ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫