ঢাকা প্রেস,রংপুর প্রতিনিধি:-
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যায় জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। এই গঠনতন্ত্রের আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। এছাড়া, পূর্ববর্তী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।
উপাচার্য আরও বলেন, জুলাই মাসের ছাত্র আন্দোলনের বিরোধিতা ও হামলার ঘটনায় জড়িত ৭১ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী বলে উল্লেখ করেছেন তিনি। হামলায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যদি নোটিশের জবাব না আসে, তবে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের বিষয়টি উত্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যা ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে পূর্ণ সমর্থন জানিয়েছে সিন্ডিকেট সদস্যরা।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।