|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০১:২৩ অপরাহ্ণ

সব্যসাচীর অভিনয়জীবনের সমাপ্তি?


সব্যসাচীর অভিনয়জীবনের সমাপ্তি?


ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি অনেকটা বিরতি নিলেও, সম্প্রতি সুস্থ হয়ে ফিরে শুটিং ফ্লোরেও দেখা গিয়েছিল। কিন্তু বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি আর নতুন কোনো চরিত্রে অভিনয় করতে চান না বলে জানিয়েছেন।
 

এর আগেও একাধিকবার অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সব্যসাচী। তবে, তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি আর ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করবেন না। কিন্তু এই বক্তব্যকে অনেকেই তার অভিনয় জীবনের সমাপ্তি হিসেবে ভুল ব্যাখ্যা করেছিল।
 

সব্যসাচীর এই সিদ্ধান্তে তার অসংখ্য ভক্ত মর্মাহত হলেও, তাঁর স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। চলচ্চিত্র জগতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫