|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৪ ০২:৫৮ অপরাহ্ণ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত


কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত


সোমবার (২২ এপ্রিল) রাতে, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
 

আহত বিল্লাল হোসেন, রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
সোমবার রাত ৮টার দিকে, তেঁতুলতলা সীমান্ত দিয়ে চিনি নামানোর সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে বিল্লাল গুরুতর আহত হন। তার শরীরে ৩০ টিরও বেশি ছররা গুলি লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিতে তার চোখের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

পুলিশ ও বিজিবির বক্তব্য:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানিয়েছেন, গুলিবিদ্ধ ব্যক্তির বিরুদ্ধে থানায় কোন মামলা নেই।
সীমান্তে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রদান করতে পারবে।
বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবেন না।

এর আগে, সোমবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান মিয়া (২৫) নামে আরেক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫