চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনতার ক্ষোভের মুখে ডিবি পুলিশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তারের সময় ডিবি পুলিশ তীব্র জনরোষের সম্মুখীন হয়। এ ঘটনায় সংঘর্ষে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল ধলই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনতা প্রতিবাদে ফেটে পড়ে, সড়কে নেমে আসে এবং পুলিশের গাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে ফেলে। চেয়ারম্যানকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনার জেরে স্থানীয়রা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে সেনাবাহিনী ও র্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানিয়েছেন, চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ জনতার হামলার শিকার হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫