|
প্রিন্টের সময়কালঃ ০২ আগu ২০২৫ ১০:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ নভেম্বর ২০২৪ ০৭:০০ অপরাহ্ণ

আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি


আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, "বাংলাদেশে ৭১ সালের পর থেকে যারা জাতীয় নেতৃত্ব দিয়েছেন, তারা অধিকাংশই নিজেদের স্বার্থে কাজ করেছেন। জাতির সামগ্রিক উন্নয়নের জন্য তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করেননি, যার ফলে জাতি পিছিয়ে পড়েছে।"
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মঞ্জুরুল ইসলাম আরো বলেন, "গত কয়েকদিনে চট্টগ্রামের ইসকন এবং ঢাকায় ছাত্রদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা হয়েছে। এটি আধিপত্যবাদীদের পরিকল্পিত কাজ। তারা রাজপথে উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধবিগ্রহের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। আমাদের নিজেদের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রাখতে হবে। জাতির উন্নয়নে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে, তা একে একে আধিপত্যবাদীদের হাতেই নির্মিত।"
 

তিনি ২৪ সালের আন্দোলন স্মরণ করে বলেন, "সে আন্দোলনে ২ হাজারেরও বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রের সকল শক্তি আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিল। আমাদের স্বপ্ন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।"
 

ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, ছাত্র শিবিরের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫