মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুর মাথা থেকে বের করা যায়নি গুলি, অবস্থা ক্রিটিক্যাল
চট্টগ্রাম:
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের মাথা থেকে অস্ত্রোপচার সত্ত্বেও গুলি বের করা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকরা তার অবস্থাকে এখনও ক্রিটিক্যাল হিসেবে বর্ণনা করেছেন।
রোববার মধ্যরাতে শিশুটির একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু কয়েক ঘণ্টা ধরে চেষ্টা করেও গুলি বের করা সম্ভব হয়নি। বর্তমানে শিশু আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি।
চমেক আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, “গুলিটি মস্তিষ্কের একটি বিপজ্জনক স্থানে অবস্থান করছে। বের করতে চাইলে মুমূর্ষু শিশুটির জীবন হুমকিতে পড়বে। আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি তাকে সুস্থ করার জন্য।”
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, “শিশুটির সার্বিক অবস্থা ক্রিটিক্যাল। অস্ত্রোপচার করা হয়েছে, তবে গুলি বের করা সম্ভব হয়নি। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।”
শিশুটির চাচা মোহাম্মদ এরশাদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার আদরের ভাতিজা ভালো নেই। এমন করুণ পরিণতি দেখার কেউ প্রস্তুত নয়। সে তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন এরকম হলো?”
শিশুটি রোববার সকাল ৯টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়। বিকেলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬