যশোরে ব্যবসায়ী খুন: জমি বিরোধের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
যশোরের খোলাডাঙ্গায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আমিনুল ইসলাম সজল, যিনি ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সজলের খোলাডাঙ্গায় একটি টাইলসের দোকান ছিল। মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের মতে, সজলের শরীরে কমপক্ষে ১০টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, খোলাডাঙ্গা রেললাইনের পাশে একটি জমি নিয়ে সজলের স্থানীয় সন্ত্রাসী খোড়া কামরুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সন্দেহ করা হচ্ছে, এই জমি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ ঘটনায় যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং থানা পুলিশ ও ডিবির একটি যৌথ টিমকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫